img

সম্প্রতি বিয়ের পিঁড়িতে বসেছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননের ছোট বোন নূপুর শ্যানন। এ নিয়ে এতদিন বেশ সরগরম ছিল বলিপাড়া। শনিবার (১০ জানুয়ারি) ভারতের উদয়পুরে খ্রিস্টান মতে গায়ক স্টেবিন বেনকে বিয়ে করেন নূপুর। 

বোনের বিয়ের আয়োজন নিয়ে এতদিন বেশ ব্যতিব্যস্ত সময় পার করেছেন কৃতি। যদিও বড় বোন হলেও এখনো বিয়ের কোনো খবর নেই অভিনেত্রীর। তবে ছোট বোনের বিয়ে উপলক্ষ্যে এবার নতুন করে কৃতি শ্যাননের মায়ের একটি বক্তব্য নতুন করে সামনে আসছে। 

এর আগে কৃতি শ্যাননের মা গীতা শ্যানন এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তার ইচ্ছে কৃতি ২৩-২৪ বছর বয়সের মধ্যে বিয়ে করুক। তিনি বলেন, ‘আমি ওকে বলতাম, ২৩-এর মধ্যে বিয়ে করা উচিত। আমি একটু বেশি বয়সে বিয়ে করেছি, তাই মনে করতাম এই বয়সটাই সঠিক। ছোট মেয়ে নূপুরের জন্মের সময় আমার বয়স ৩০ হয়েছিল, তাই ভাবতাম ২৩-২৪ বছর বয়সই সঠিক।’ 

তবে মায়ের সে ইচ্ছে পূরণ করেননি ৩৫ বছর বয়সী এই বলিউড তারকা। এখনো বিয়ে নিয়ে কোনো পরিকল্পনার কথা জানাননি ‘ককটেল ২’ সিনেমার এই নায়িকা। যদিও গুঞ্জন আছে, বর্তমানে তিনি ধনাঢ্য ব্যবসায়ী কবীর বহিয়ারের সঙ্গে প্রেম করছেন।  তবে বিষয়টি নিয়ে এখনো মুখ খোলেননি তিনি। 

এই বিভাগের আরও খবর